ঘৃণা

Nisar Ahmed
Nov 1, 2020

--

ঘৃনায় বলল, তোমার গায়ের রং গাঢ়, ময়লা

তুমি অসুন্দর, নিশ্চয়ই অপরাধী

হতবাক জিজ্ঞাসা আমার চোখে

আমার তো এতে হাত নেই, তবুও?

ঘৃণা বাড়িয়ে বলল, তোমার ধর্ম অধর্ম

নরকের কীটের খাদ্য তুমি

হায়, স্বর্গ-নরক তো আমারই অন্তরে

ধর্ম আমাকে বাঁধতে পারেনি, তাই?

জানিয়ে দিল, তুমি আমার জাত নও

আমার শত্রু, আমার ধ্বংস

আমিতো ভালবেসেছি জাত পাত ভূলে

কারো ক্ষয় আমাকে দিয়ে নয়, তাহলে?

ছি ছি, তোমার প্রেম ভালবাসা

নোংরা, ধিক্কারযোগ্য

আমিতো সৃষ্টিরই সৃষ্টি

তোমার কিতাবে আমার স্থান নেই, কেন?

তাচ্ছিল্লের চোখে বলল

তুমি অতি নিম্ন, তুচ্ছ সংস্কৃতির

ওই তো আমার পরিচয়

জেনেছি, মেনেছি তোমাকে

ঝংকারে বলল, তাতে কি?

আমাকেও মানতে হবে তোমাকে?

তোমার রাজ- সমাজ- অর্থনীতি

সবই ভুল, অগ্রাহ্য

অনুসন্ধিৎসু আমি জিজ্ঞাসি

বুঝলে কি করে তোমারটাই ঠিক?

স্পষ্ট উত্তর, ভুলে গেছ

আমি পরাক্রমশালী?

আমার নারীত্ব শুধুই তার পৌরুষের প্রমান

শুধালাম, আমি কি কম মানুষ?

মানুষ হলেই নাকি

পুরুষের সমান হওয়া যায় না

ঘৃনা, যে তুমি আমি নও

তোমার জন্য।

১০.১০.২০২০

--

--

Nisar Ahmed
Nisar Ahmed

Written by Nisar Ahmed

A mobility (transportation) professional with honest interest in education for neglected children. An occasional opinion writer on topics that move humanity.

No responses yet